সন্দ্বীপে মাদকের উপকরণ সহ ২ যুবক আটক

সন্দ্বীপ(চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের মাদক সেবনকালে মাদকের উপকরণ সহ ২ জনকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।রবিবার (২২ সেপ্টেম্বর ) বিকেল ৪.৩০ মিনিটের সময় মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পুলিশের অভিযান পরিচালনা কালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মুছাপুর ১ নং ওয়ার্ডের মোস্তফার ছেলে আমিনুল ইসলাম ( ২৫) ও মোঃ শিপন।

সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক সিফাত উল্ল্যাহ এভিয়েশন নিউজকে বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত আসামিরা দোষী প্রমানীত হওয়ায় উভয়কে ১৫ দিনের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এবং তাদের পুলিশ প্রহরায় বিধি মোতাবেক থানা হাজতে রাখা হয়েছে। জেল হাজতে প্রেরনের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে আমাদের থানা পুলিশের একটি টিম তাদের মাদক সেবনকালে আটক করে। বর্তামানে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেল হাজতে রাখা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.