বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষা ৪ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষা ৪ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় বিএএফ শাহীন কলেজ, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্রসহ প্রার্থীদেরকে ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.