শাহজালালে হঠাৎ নষ্ট বোর্ডিং ব্রিজের অটোলেভেল সুইচ

বোর্ডিং ব্রিজের অটোলেভেল সুইচ কাজ না করার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়েছে কুয়েত এয়ারক্রাফটের একটি উড়োজাহাজের দরজা

বুধবার (৬ নভেম্বর) পর্যন্ত কুয়েত এয়ারওয়েজের ওই এয়ারক্রাফট আকাশে উড়াল দিতে পারেনি।

এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক)।

এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম  বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টায় বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে কুয়েত এয়ারক্রাফটের দরজা ভাঙার ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন এ ফ্লাইটে ৩০০ জন যাত্রী ছিলেন। যাত্রীরা নামার পর উড়োজাহাজের দরজা ভেঙে পড়েছে। তবে দরজা ভেঙে পড়ার কারণ জানতে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এয়ারক্রাফটের ক্ষতির পরিমাণসহ বিস্তারিত।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৬ নম্বর বোর্ডিং ব্রিজের অটোলেভেল সুইচ নষ্ট ছিল। এ অবস্থায় পরিচালনার কারণে দুর্ঘটনার কবলে পড়ে পড়েছে এয়ারক্রাফটের দরজা।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক কর্মকতা জানান, বোর্ডিং ব্রিজের ক্যানোপিসহ ফ্লাইটের দরজা ভেঙে নিচে পড়েছে। এখানে বিমানবন্দর কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ রয়েছে। বোর্ডিং ব্রিজের অটোলেভেল সুইচ নষ্ট থাকার পরও এয়ারক্রাফটের জন্য পরিচালনা করা হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে কুয়েত এয়ারক্রাফটের দরজা ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। গতকাল তিনি পরিদর্শন করেন বলে বিমানবন্দর কর্মকতারা জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.