চিফ অব স্টাফ হিসেবে সুসিকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঘোষণা দিয়েছেন, তার নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক সুজি ওয়াইলস হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই প্রথম হোয়াইট হাউজের ‘চিফ অব স্টাফ’ পদে কোনো নারীকে নিযুক্ত করা হলো।

ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের বিপক্ষে নির্বাচন জেতার দুদিন পর ট্রাম্প বলেন, “সুজি ওয়াইলস আমাকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় বিজয় অর্জনে সহায়তা করেছেন। তিনি ২০১৬ ও ২০২০ সালে আমার সফল প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।”

ট্রাম্প বলেন, সুজি  “কঠোর, বুদ্ধিমান, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন এবং সর্বজনীনভাবে শ্রদ্ধেয় ও প্রশংসিত”।

তিনি আরও বলেন, “সুজিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেয়াটা একটি প্রাপ্য সম্মান।”

সুজি ওয়াইলস এবং তার সহকর্মী ও ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস লাসিভিটাকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সাফল্যের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে “চমৎকার সংবাদ” বলে অভিহিত করেন এবং বলেন, সুজি ট্রাম্পের প্রচারণায় “বড় সম্পদ” ছিলেন।

ভ্যান্স আরও বলেন, “তিনি হোয়াইট হাউজেও বড় সম্পদ হবেন। তিনি একজন সত্যিকারের ভাল মানুষও।”

কে এই সুজি ওয়াইলস?
সুজি ওয়াইলসের জন্ম ১৯৫৭ সালের ১৪ মে। তিনি ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া ধারাভাষ্যকার প্যাট সামারলের কন্যা।

ফ্লোরিডাভিত্তিক দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলবিদ হিসেবে ওয়াইলস রোনাল্ড রিগানের ১৯৮০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। তিনি ২০১৮ সালে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিসকে নির্বাচনে জয় পেতে সহায়তা করেছিলেন।

কর্মজীবনের শুরুতে তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান জ্যাক কেম্প এবং টিলি ফাউলারের জন্য কাজ করেছিলেন। এছাড়া, ২০১২ সালে ইউটা রাজ্যের সাবেক গভর্নর জন হান্টসম্যান জুনিয়রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার ম্যানেজার হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৬ এবং ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.