ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

 

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আছেন পূর্ব ঘোষিত আংশিক কমিটির গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন নাসির উদ্দিন শাওন।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন নুর আলম ভূঁইয়া ইমন। আর দফতর সম্পাদক হয়েছেন মল্লিক ওয়াসি উদ্দিন তামি৷

কমিটিতে স্থান পেয়েছেন ১৬ জন সহ-সভাপতি এবং ৩৮ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.