পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৪৮১ জন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিটিতে ০৩টি পদে ৪৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ ডিসেম্বর বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)

পদের বিবরণ


চাকরির ধরন: স্থায়ী। তবে নির্বাচিত প্রার্থীদের ০১ বছর অন-প্রবেশনে নিয়োগ করা হবে। অন-প্রবেশনে উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স (প্রযোজ্য পদের ক্ষেত্রে) থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৭ নভেম্বর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ৩৩৫ টাকা, ২-৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.