বিমান হামলার হুমকি, কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

বিমান হামলার হুমকির মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার কিয়েভের দূতাবাসে বড়সড় বিমান হামলা হতে পারে, এমন ‘সুনির্দিষ্ট তথ্য’ পাওয়ার পর তারা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়।

সম্ভাব্য বিমান হামলার সতর্কতা হিসেবে কিয়েভে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গতকাল ইউক্রেন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর পর আজ এই সতর্কতা জারি করা হলো।

চলমান পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সংশোধিত পরমাণু নীতিমালায় সাক্ষর করেছেন। এই নীতি অনুযায়ী, পরমাণু শক্তিধর কোনো দেশের সমর্থনে পরমাণু শক্তিহীন কোনো দেশ রাশিয়ায় আক্রমণ চালালে একে ‘সম্মিলিত হামলা’ হিসেবে দেখা হবে। এর জবাবে পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারে মস্কো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.