ভারতীয় ভিসা বন্ধ থাকায় এশিয়ার অন্য দেশে যাচ্ছেন পর্যটকরা, বাড়ছে বিমান ভাড়া

বান্দরবান জেলায় পর্যটন শিল্পের প্রসারে ও পর্যটকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে প্রথমবারের মতো ‘ছাদখোলা বাস’ সুবিধা চালু করেছে ‘হিল ভিউ’ আবাসিক হোটেল কর্তৃপক্ষ।

সোমবার (১৮ নভেম্বর) সকালে হিল ভিউ কনভেনশন হলের সামনে ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোটেল হিল ভিউ ট্যুরিস্ট বাস স্বত্বাধিকারী কাজল কান্তি দাশ।

তিনি বলেন, “পাহাড়-নদী-ঝর্ণা বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ী জেলা বান্দরবান। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো পর্যটক। আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য্য উপভোগ করতে পারেন, সে কথা চিন্তা করে ছাদখোলা বাস চালু করা হয়েছে।”

ছাদখোলা বাস করে পর্যটকেরা জেলার চিম্বুক, নীলগিরি, নীলাচল ও মেঘলায়ের মতো দর্শনীয় স্থানগুলোতে সহজেই ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক উপভোগের পাশাপাশি রাখা হয়েছে গান বাজনার জন্য সাউন্ড সিস্টেম। বাসে প্রায় ৩০ জনের অধিক পর্যটক বসার জন্য সিট রয়েছে।

ছাদখোলা বাসের চালক মো. ফুরকান বলেন, “এই ছাদখোলা বাসে পর্যটকরা জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরিসহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে যেতে পারবেন। ঘোরাঘুরি শেষ না হওয়ার পর্যন্ত বাসটি স্পটে পর্যটকদের জন্য অপেক্ষায় থাকবে এবং নির্ধারিত সময় শেষে একই স্থানে নিয়ে আসা হবে।”

বান্দরবান জোন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহামুদ জানান, “বান্দরবানে পর্যটন বিকাশে নিয়মিত পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে পর্যটকদের সার্বিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। এবার বান্দরবানে আগত পর্যটকদের জন্য নতুন সংযোজন ছাদ খোলা বাস পর্যটকদের আকৃষ্ট করবে এবং তারা স্বল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।”

ছাদখোলা বাসের কর্তৃপক্ষের সাথে পরবর্তীতে আলোচনা করে পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.