বিডিআর সদস্যদের কারামুক্তি ও চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিডিআর কল্যাণ পরিষদ গাজীপুর জেলা শাখার সদস্যরা।

বুধবার (২৭ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন।

২১ রাইফেল ব্যাটালিয়নের সিনিয়র হাবিলদার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্য’র আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ।

মানববন্ধনে বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত ও বিচার করে খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারি-২০০৯ পিলখানার ঘটনায় ফ্যাসিস্ট সরকারের দ্বারা শহিদ সেনা অফিসার, শহিদ বিডিআর অফিসার ও অন্যান্য শহিদদের গেজেট আকারে শহিদ ঘোষণার দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- গাজীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজুল সালেহ মিশুক, বিডিআর কল্যাণ পরিষদের গাজীপুর জেলার সমন্বয়ক নাসির উদ্দিন, ৪ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্সনায়েক হারুন অর রশিদ, বিডিআর সন্তান শান্ত ইসলাম, মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্য, বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.