চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

সুপার শপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। প্রতারণার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই চক্রের তিন সদস্যকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম, মানি রিসিভসহ বেশি কিছু কাগজ জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, শাহীন রব্বানী, স্বপন দাস ও পারভেজ মোশারফ। শুক্রবার (২৯ নভেম্বর) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তার অধীনে অন্য আসামিরা বিভিন্ন পদে চাকরি করেন। সুপার শপ স্বপ্নতে প্রায় ৮ হাজারের বেশি কর্মী কাজ করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় প্রায়ই নতুন কর্মীর নিয়োগ করতে হয়। কিন্তু স্বপ্ন সব সময় তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং লিংকডইনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বেশ কিছুদিন ধরে এই চক্র স্বপ্নর লোগো, আউটলেটের ছবি ফেসবুকে ব্যবহার করে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি বিভিন্ন মারফত স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ২৮ নভেম্বর উত্তরা পূর্ব থানার সহযোগিতায় আসামিদের অফিসে গিয়ে গ্রেফতার করা হয়।

স্বপ্নর ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রধান মাসুম বিল্লাহ জানান, ২০১৯ সাল থেকে এই চক্রটি অনলাইনের মাধ্যমে উত্তরা হাউজ বিল্ডিং, বাড্ডা নতুন বাজার, মোহাম্মদপুর ও সাভার এলাকায় স্বপ্নর লোগো ব্যবহার করে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। স্বপ্নে যোগদান করতে কোনো অর্থ নয়, যোগ্যতা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি মুহিববুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি আমাদের থানা জানতে পারে, এরপর তথ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.