ওসমানী বিমানবন্দরে বিমান যাত্রীর কাছ থেকে ১১ স্বর্ণের বার জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃকত ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১পিস স্বার্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.