সন্দ্বীপে সাংবাদিকের বিরুদ্ধে অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মানববন্ধন
সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি
সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজারে আজ ২২ জানুয়ারি বুধবার বিকাল ৪ টায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজকর্মী ও সাংবাদিক শামসুল আজম মুন্নার বিরুদ্ধে অপবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন যে, সম্প্রতি সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি অনিবন্ধিত এবং সম্পাদক ও প্রতিবেদকের নামবিহীন সংবাদ শেয়ার করা হয়, যেখানে সমাজকর্মী ও সাংবাদিক শামসুল আজম মুন্নার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “শামসুল আজম মুন্না আমাদের এলাকার একজন নির্ভীক সমাজকর্মী। তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার আমরা মেনে নেব না।” বক্তারা আরও বলেন ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি পেলিশ্যার বাজারে সকাল ১১ টায় হাসানুজ্জামান সন্দ্বীপি, ইলিয়াস সুমন, কামরুল ও রহমান নামের কতিপয় ব্যক্তি পেলিশ্যার বাজারে একটি পরিকল্পিত মানববন্ধনের আয়োজন করেন, আমরা এই গভীর ষড়যন্ত্রের নিন্দা জানাই।
শামসুল আজম মুন্না তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সবসময় সমাজের কল্যাণে কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও করে যাব।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন আলি খসরু জনি, আমিনুল ইসলাম, লালচাঁদ, দিদার, জহির প্রমুখ।