১ ফেব্রুয়ারি বৈরুত এবং বাগদাদে পুনরায় শুরু হচ্ছে এমিরেটস ফ্লাইট

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এমিরেটস পুনরায় লেবাননের বৈরুতে দৈনিক ফ্লাইট শুরু করছে। একই দিনে ইরাকের বাগদাদেও পুনরায় দৈনিক ফ্লাইট শুরু হচ্ছে।

বৈরুতের রফিক আল হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে তিন শ্রেণী বিশিষ্ট বোয়িং ৭৭৭ইআর। এর ফলে দুবাই ও বৈরুত ভ্রমণে সপ্তাহে পাঁচ সহস্রাধিক যাত্রী আসন পাওয়া যাবে।

১ এপ্রিল ২০২৫ থেকে বৈরুতে দ্বিতীয় আরেকটি দৈনিক ফ্লাইট শুরু করার ঘোষণা দিয়েছে এমিরেটস। এই ফ্লাইট পরিচালনায়ও ব্যবহৃত হবে তিন শ্রেণীর বোয়িং ৭৭৭ইআর।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বৈরুত ও বাগদাদসহ বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.