র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন মিলা

Mila 1এ বছর র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) পূর্ণ করতে যাচ্ছে তার পথচলার ১১টি বছর। এ উপলক্ষে র‌্যাব হেডকোয়াটারে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এ আয়োজনেই মন মাতাতে হাজির হচ্ছেন তারকা শিল্পী মিলা।

র‌্যাব ফোর্সেস ও এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ২৮ মার্চ র‌্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স এলিট সাংস্কৃতিক সন্ধ্যা’।

এ অনুষ্ঠানে মিলা ছাড়াও থাকবেন আঁখি আলমগীর, রাজীব, কিশোর, পুজা প্রমুখ। সংগীতের পাশাপাশি থাকবে নৃত্য, কৌতুকসহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আরেফিন শুভ- মেহজাবিন। এ ছাড়া কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।Mila 2

র‌্যাব মহাপরিচালকসহ র‌্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবার অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

এটিএন বাংলা অনুষ্ঠানটি র‌্যাব হেডকোর্য়াটার থেকে ২৮ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে। শিমুল ও মারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.