অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ সফর শেষ করে শনিবার ভারতে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য বিরাট কোহলি। সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
এ বি পি আনন্দ জানায়, বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হার ও বিরাটের খারাপ পারফরম্যান্সের পর অধিকাংশ ভারতীয়ই গ্যালারিতে আনুশকার উপস্থিতিকে দায়ী করছেন। অনেক জায়গায় আনুশকার পোস্টারও পোড়ানো হয়েছে। বলা যায়, তাদের হাত ধরাধরি করে দেশে ফেরা ওই সব ঘটনার মোক্ষম জবাব।
সেমিফাইনালে ভারতের হারের পর পরই সোশ্যাল মিডিয়াগুলোতে আনুশকা সম্পর্কে নানা নেতিবাচক কথা লেখা হয়। তবে আনুশকার পক্ষে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা।
আলোচিত এ জুটি শনিবার মুম্বাই বিমানবন্দরে নামলেন পরস্পরের হাত শক্তভাবে ধরে। মনে হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের বিপর্যয় তাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।