ঢাকা, ৩০ মার্চ, ২০১৫: ২০১৫ এর জুলাই মাসে আবু ধাধি হয়ে প্যারিসের রাজধানী ফ্রান্স যাতায়াতের বর্তমানের সপ্তাহিক দ্বৈত ফ্লাইট সার্ভিসের বদলে সপ্তাহে তিনটি বিরতিহীণ ফ্লাইট সার্ভিস চালু করতে যাচ্ছে এয়ার সিসিলি। পাশাপাশি তারা এই বছরের এপ্রিলে আঞ্চলিক নেটওয়ার্কের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে যাচ্ছে।
এয়ার সিসিলি’র এয়ারবাস এ৩৩০-২০০ এয়ারক্রাফ্ট এর মাধ্যমে চার্লস ডি গল (সিডিজি) এয়ারপোর্ট থেকে এই বিরতিহীণ প্যারিস সার্ভিসটি পরিচালনা করা হবে।
ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী এবং এয়ার সিসিলি’র চেয়ারম্যান জোয়েল মর্গান বলেন-“ প্যারিস এবং সিসিলি’র মধ্যে বিরতিহীণ ফ্লাইট সার্ভিসের বিষয়টিতে সিসিলি সরকার বরাবরই দৃঢ়ভাবে সমর্থন করেছে। এটা সবসময়ই আমাদের পরিকল্পনার অংশ ছিল এবং বিরতিহীণ প্যারিস ফ্লাইট সার্ভিস চালুর এটাই সঠিক সময়।”
মর্গান আরো বলেন-“এই সার্ভিস ইউরোপের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোত্তম কেন্দ্রিয় স্থানের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করবে। যা আগামীতে মূল বাজারের ফ্লাইট যাতায়াত সংখ্যা আরো বৃদ্ধি করবে। ফলে সিসিলি’র জাতীয় অর্থনীতিতে এই সার্ভিসটি ব্যাপক অবদান রাখবে বলে আমার বিশ্বাস।”
এয়ার সিসিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মনোজ পাপা বলেন-“ট্রাভেল ট্রেড-এর সর্বসম্মতিক্রমে এই বিরতিহীণ ফ্লাইট সার্ভিসের সম্ভবনাময় উন্নয়ন করা হচ্ছে। এই সার্ভিস আমাদের আঞ্চলিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে। আশা করছি এই সার্ভিস ব্যবসায়িক ও অবসর যাপনকারী যাত্রী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমাদের নেটওয়ার্কের গন্তব্যস্থল যেমন- পূর্ব আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ এবং মধ্য পাচ্যের মধ্যে ভ্রমণে বেশি উৎসাহ প্রদান করবে।”
আরও খবর