মুয়াল্লেম ফি জমা দেয়ার পরও কোটার চেয়ে বেশি হওয়ায় এ বছর ৯ হাজার ২৫৪ জন আগ্রহী মানুষ হজে যেতে পারবেন না। এ ছাড়া বেসরকারি এজেন্সিগুলোর কাছে হজে যেতে আরো প্রায় ১০ হাজার আবেদন রয়েছে। তারাসহ ১৯ হাজার ২৫৪ জন এবার হজে যেতে পারবেন না।
গতকাল ধর্ম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নিয়ত করেও হজে যেতে না পারা ব্যক্তিদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এবার বঞ্চিত হজযাত্রীদের আগামী হজে অগ্রাধিকার দেয়া হবে।
ধর্মমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভালো হওয়ায়, সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি, অধিক সংখ্যক এজেন্সি ও রেজিস্ট্রেশনের নতুন পদ্ধতিতে আস্থা সৃষ্টি হওয়ায় এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে।
ধর্মসচিব চৌধুরী মো: বাবুল হাসান বলেন, হজ এজেন্সিগুলো জানিয়েছে, কোটার অতিরিক্ত প্রায় ৩০ হাজার জন হজে যেতে আবেদন করেছেন। এবার তারা হজে যেতে পারবেন না। কোটার চেয়ে আবেদনের সংখ্যা বেশি হওয়ার ঘটনা এটাই প্রথম।