ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় নায়িকা পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এ ছবিটির নাম ‘সত্তা’। সব কিছু ঠিক থাকলে বৈশাখ উপলক্ষে আগামী ৭ই এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এর মধ্যে গত ৩১ জানুয়ারি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
ওদিকে সিনেমা মুক্তির আগে গতকাল ১৬ মার্চ অনলাইনে প্রকাশিত হয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার। ছবিটির প্রসঙ্গে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘সেন্সরবোর্ড থেকে সিনেমাটির প্রশংসা করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। বৈশাখ উপলক্ষ্যে সিনেমাটি মুক্তির পরিকল্পনা সাজাচ্ছি। আগামী ৭ই এপ্রিল ছবিটি মুক্তি পাবে।’
‘সত্তা’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। সিনেমাটিতে পাওলি দামের মায়ের চরিত্রে অভিনয় করছেন শামীমা নাজনীন। এছাড়া অভিনয় করছেন শাকিব খান, আহমেদ রুবেল, বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিনসহ আরও অনেকে।
সিনেমা দেখার আগে দেখে নিতে পারেন ছবিটির এক ঝলক-