সুস্মিতার নাচের ভিডিও ভাইরাল

susmita-sen20170327101541১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় তাকে তুলে এনেছিল অনন্য উচ্চতায়। ওই সময়ের অনেক তরুণ-যুবকের কাছে স্বপ্নসুন্দরী ছিলেন হায়দ্রাবাদের এই সুন্দরী।

নিজের সেরা সময়টা ফেলে আসলেও নিভে যাননি ৪২ বছরে পা দেয়া এক সময়ে হাজারো তরুণের ঘুম কেড়ে নেয়া বলিউড তারকা সুস্মিতা সেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়া সুস্মিতার একটি ভিডিওই তার প্রমাণ।

ছোটবেলা থেকেই নাচ পছন্দ সুস্মিতার। প্রিয় অনেক কিছু ছাড়লেও নাচ আঁকড়ে আছেন এখনও। রোববার ইনস্টাগ্রামে নিজের নাচের একটি ভিডিও পোস্ট করেন তিনি। ওই ভিডিওতে ছোট মেয়ে আলিশা ছিল তার সঙ্গে।

ইনস্টাগ্রামে পোস্ট করার পরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দারুণ ভঙ্গিমায় ও আকর্ষণীয় পোশাকে মেয়ের সঙ্গে নাচতে দেখা যায় সুস্মিতাকে।

বলিউডে সাফল্যের বিচারে অনেকের পেছনে থাকলে সৌন্দর্য ও ব্যক্তিত্ব মিলিয়ে আলাদা একটা জায়গা গড়ে নেয়া সুস্মিতাকে ঘিরে তাই এখনও আগ্রহের কমতি নেই বিনোদনপ্রেমীদের।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হওয়ার পর মডেলিং, অভিনয় কিংবা একাধিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সবসময়ই থেকেছেন লাইমলাইটে। আলোচনার তুঙ্গে উঠেছেন দুই কন্যা সন্তানকে দত্তক নিয়ে সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্তে।

মাঝে প্রচারের আড়ালে থাকা সুস্মিতা আবারও ঝড় তুললেন নাচের ভিডিও পোস্ট করে।

https://youtu.be/EupT-3b0uEw

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.