অভিনেত্রীর ১০৮ কেজি পর্যন্ত ওজন বাড়ানোর পর ও অখুশি নির্মাতা

1491299487হিন্দি সিরিয়াল ‘ঢাই কিলো কা প্রেম’র প্রচার এখনও শুরু হয়নি। কিন্তু তার আগেই এই সিরিয়াল আলোচনায় জায়গা করে নিয়েছে। সিরিয়ালের প্রধান অভিনেত্রী অঞ্জলি আনন্দ তাঁর অভিনীত চরিত্রের প্রয়োজনে গত কয়েক মাসে প্রচুর ওজন বাড়িয়েছেন।

বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে ১০৮ কেজি। কিন্তু সিরিয়ালের প্রযোজকরা নাকি তাতেও সন্তুষ্ট নন। তাঁরা অভিনেত্রীর উপরে চাপ দিয়ে চলেছেন আরও ওজন বাড়ানোর জন্য।

দুই মোটা মানুষের প্রেমকাহিনী অবলম্বনে তৈরি হয়েছে সিরিয়ালের কাহিনী। তাঁদের স্ট্রাগল, সেলফ মোটিভেশন ইত্যাদি বিষয়গুলি কাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সিরিয়ালের নায়িকা বা প্রধান নারীচরিত্রের ভূমিকায় অভিনয় করছেন অঞ্জলি। এই সিরিয়ালের মাধ্যমেই অভিনয়ের জগতে অভিষেক ঘটতে চলেছে তাঁর।

এক জন অস্বাভাবিক মোটা তরুণীর চরিত্রটি ঠিকঠাক ফুটিয়ে তোলার জন্য বিগত কয়েক মাসে নিজের ওজন অনেকখানি বাড়িয়ে ফেলেছেন অঞ্জলি। তার বর্তমান ওজন দাঁড়িয়েছে ১০৮ কেজি। সেই মোটা চেহারার ছবিও প্রকাশ পেয়েছে মিডিয়ায়। দেখা যাচ্ছে, সত্যিই ভয়ানক মেদবহুল চেহারার অধিকারী হয়ে গিয়েছেন অঞ্জলি।

কিন্তু এতেও নাকি সন্তুষ্ট হতে পারছেন না সিরিয়ালের প্রযোজকরা। তাঁদের দাবি, আরও বেশ কয়েক কেজি ওজন বাড়াতে হবে অঞ্জলিকে। আর তাতেই বেঁকে বসেছেন নায়িকা। তিনি নাকি সাফ জানিয়ে দিয়েছেন, আর ওজন বাড়ানো তাঁর পক্ষে সম্ভব নয়। হিন্দুস্তান টাইমস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.