প্রিয় ভ্রমণসঙ্গী অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন

993571d2b505ec32eb4fb20f9d1c684cভারতে বলিউড তারকাদের নিয়ে হরহামেশা অনুষ্ঠিত হয় বিভিন্ন জরিপ। এই যেমন; এবার একটি জরিপ হলো, যেখানে জানতে চাওয়া হয়েছে ভ্রমণসঙ্গী হিসেবে কোন তারকার সঙ্গ পছন্দ করবেন ভারতীয়রা। আর তাতে দেখা গিয়েছে বেড়াতে যাওয়ার সঙ্গী হিসেবে বেশি মানুষ পছন্দ করেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনকে।

প্রথম পছন্দ হিসেবে ৫৩ শতাংশ ভোট পেয়েছেন দীপিকা পাড়ুকোন। চল্লিশ শতাংশের কিছুটা বেশি ভোট পেয়ে দ্বিতীয় পছন্দের সঙ্গী নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পছন্দের তালিকায় রয়েছেন সানি লিওন, জ্যাকলিন ফার্নান্ডেজও। ভোটিংয়ে পঞ্চম পছন্দের পার্টনার আলিয়া ভাট। তালিকায় রয়েছেন বিদ্যা বালান ও বিপাশা বসুও।

পুরুষ সঙ্গীদের মধ্যে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি পেয়েছেন ৩০ শতাংশের কিছুটা বেশি ভোট। দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন শচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। পছন্দের পার্টনার হিসেবে তৃতীয় পছন্দ রণবীর কাপুর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.