বিশেষ আভিজাত্য বিমান সেবা চালু করলো ইতিহাদ এয়ারওয়েজ

Etihadএভিয়েশন নিউজ: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ এর এ৩৮০ এয়ারবাস এবং বোয়িং বি৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফটের জন্য নতুন পণ্য ও সেবার এক অপূর্ব সমাহার নিয়ে এসেছে।

অন্যান্য সুবিধার পাশাপাশি এতে থাকছে ইতিহাদ-এর রেসিডেন্স, আকাশে বিশ্বের সবচেয়ে অভিজাত লিভিং স্পেস, যা পাওয়া যাবে শুধুমাত্র এয়ারলাইন্সের এ৩৮০ এয়ারক্রাফটে।

এ৩৮০ এর রেসিডেন্সটি অসাধারণ এবং সম্পূর্ণরূপে সর্বাধুনিক আপার-ডেক কেবিন-বিশিষ্ট। এক জন অথবা দু’জনের জন্য এতে থাকছে একটি লিভিং রুম, পৃথক যুগল বেডরুম এবং এনসুইট স্নানঘর। এছাড়া রেসিডেন্সের গ্রাহকগণের জন্য থাকছে এক জন করে ব্যক্তিগত বাটলার।

নতুন এই বিমান চালু করার মধ্য দিয়ে আবুধাবী-ভিত্তিক এয়ারলাইনটি এর কেবিন ক্লাসকে তুলে ধরবে ভিন্ন রূপে আর অন্য নামে। এ৩৮০ বিমানটিতে থাকছে যুগান্তকারী ফার্স্ট অ্যাপার্টমেন্ট, যেখানে আপনি পাবেন পৃথক রিক্লাইনিং লাউঞ্জ সিট ও ফুল-লেংথ বেডসহ সম্পূর্ণ ব্যক্তিগত একটি সুইটস। আরো থাকবে একটি চিলড মিনি-বার, ব্যক্তিগত ভ্যানিটি ইউনিট ও ওয়্যারড্রোব।

Etihad-Air-Open

এ৩৮০-এর আপার ডেক প্রিমিয়াম কেবিনের জন্য বরাদ্দ করেছে ইতিহাদ এয়ারওয়েজ। বি৭৮৭-এর জন্য উন্নতমানের ফার্স্ট সুইট ডিজাইন করেছে ইতিহাদ এয়ারওয়েজ, যাতে একটি চিলড মিনি-বারসহ যুক্ত হয়েছে নিত্যনতুন নানা সুবিধা।

বিজনেস স্টুডিও এবং ইকোনমি স্মার্ট সিট থাকছে এ৩৮০ এবং বি৭৮৭ উভয় বিমানেই।

ইতিহাদ এয়ারওয়েজ উভয় বিমানের জন্য চালু করেছে সর্বাধুনিক প্রযুক্তির প্যানাসনিক ইঢথ্রি এন্টারটেইনমেন্ট সিস্টেম, যা একটানা ৭৫০ ঘণ্টারও বেশি সময় ধরে বিনোদন যোগাতে পারবে এবং থাকছে সব কেবিনের জন্য উন্নতমানের গেমিং ও হাই ডেফিনিশন স্ক্রিন।

এ সিস্টেমে আছে ভিডিও টাচস্ক্রিন হ্যান্ডাসেট, এর ফলে গ্রাহকের জন্য একটি অতিরিক্ত স্ক্রিন থাকবে, যাতে তারা নিজেদের মতো গেমস খেলতে পারবেন অথবা মুভি দেখার সময় মুভিং ম্যাপ দেখতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.