‘আয়নাবাজি’র নায়িকা নাবিলা

a5ae146909c80594a362fc44a2297c4d-6অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ছবির নায়ক চঞ্চল চৌধুরী। নায়ক চূড়ান্ত হলেও, এত দিন পর্যন্ত ছবির নায়িকা কে সে বিষয়ে জানা যায়নি। অবশেষে জানা গেল ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় উপস্থাপিকা নাবিলা। এরই মধ্যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাবিলা নিজেই।

নাবিলা বললেন, ‘গত ৮ এপ্রিল আমার জন্মদিন ছিল। অমিতাভ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তোমার জন্মদিনে কোনো উপহার দিতে পারলাম না। কিন্তু একটি উপহার তোমায় দেব। সেটা হলো, তুমি আমাদের ‘‘আয়নাবাজি’’তে নায়িকা হিসেবে কাজ করবে।’

নাবিলা আরও বলেন, ‘ছবির চরিত্রের সঙ্গে আমার বাস্তব চরিত্রের মিল রয়েছে। অনেক ভেবেচি‌ন্তে ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে।’

‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরী ও নাবিলার সঙ্গে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, হীরা চৌধুরী প্রমুখ। কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত ‘আয়নাবাজি’র নির্বাহী প্রযোজক এশা ইউসুফ। কাহিনি লিখেছেন সৈয়দ গাউসুল আলম শাওন। চিত্রনাট্য তৈরি করেছেন অনম বিশ্বাস। সংলাপ লিখেছেন অনম বিশ্বাস ও আদনান আদীব খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.