বাংলাদেশ একাদশে ব্যাপক রদবদল!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে ঘুরে দাড়াতে চায় টাইগাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এতে সফরকারী একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।

তাদের চাহিদা নিবৃত্ত করলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মধ্যাহ্নে জানিয়ে দিলেন সম্ভাব্য একাদশ। তার দেয়া একাদশ অনুযায়ী, প্রথম টেস্টের দলে নেই মোস্তাফিজুর রহমান। বিশ্রামে থাকছেন তিনি। সামনে বিশ্বকাপ। তাই তাকে সুস্থ-সবল রাখতে বেছে বেছে ম্যাচ খেলানোর উদ্যোগ নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ইনজুরির কারণে এই টেস্টে মুশফিকুর রহিমের খেলা নিয়ে সংশয় ছিল। অবশেষে তাই সত্যি হলো। খেলতে পারছেন না মিস্টার ডিপেন্ডেবল। তবে ইনজুরি কাটিয়ে ফিরছেন মোহাম্মদ মিঠুন। বাংলাদেশের সবশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন তিনি।

এদিন জাতীয় দলের ক্যাপ মাথায় উঠছে ইবাদত হোসেনের। তার সঙ্গে পেস আক্রমণে থাকছেন খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহী। ফিজের অভাবটা পূরণ করার দায়িত্ব থাকছে ইবাদতের কাঁধে।

প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ মাঠে নামবে ছয় ব্যাটসম্যান নিয়ে। ওপেনিংয়ে থাকছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে দলের শেষ টেস্টে ছিলেন না তিনি। তার সঙ্গী হচ্ছেন সাদমান ইসলাম। যথারীতি ওয়ানডাউনে নামবেন মুমিনুল হক। চারে খেলবেন মোহাম্মদ মিঠুন। তিনি মুশফিকের দায়িত্ব পালন করবেন। মিডলঅর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছন সামলাবেন।

পাঁচ নম্বরে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের নিয়মিত অধিনায়ক চোটাক্রান্ত সাকিব আল হাসানের পরিবর্তে অধিনায়কত্বের ভূমিকা পালন করবেন তিনি। আর ছয়ে থাকছেন সৌম্য সরকার। ফলে বাদ পড়ছেন লিটন দাস। একাদশে থাকছেন দুই বিশেষজ্ঞ স্পিনার। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.