এভিয়েশন নিউজ: আগামী মাসে বাংলাদেশের আকাশে আভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এয়ারলাইন্সটির বহরে থাকছে যাত্রীবাহী দুটি ‘নিউ জেনারেশন এয়ারক্রাফট’। বহরের প্রথম এয়ারক্রাফটটি গতকাল দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
প্রতিটি এয়ারক্রাফট-এ মোট আসন সংখ্যা ৭৬টি। এর মধ্যে ৬টি থাকবে বিজনেস ক্লাস। প্রাথমিকভাবে দৈনিক ঢাকা-চট্টগ্রাম ৫টি, ঢাকা-যশোর ২টি, ঢাকা-সিলেট ১টি, ঢাকা-কক্সবাজারে ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও যশোর এয়ারপোর্ট থেকে শহর ও শহর থেকে এয়ারপোর্টে এয়ারলাইন্সের ওয়াইফাই সমৃদ্ধ নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকবে। ভাড়া রাখা হবে মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে। যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো, আরামদায়ক ও নিরাপত্তা ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।