‘ব্যাং ব্যাং’য়ের সিক্যুয়াল আসছে।
হৃত্বিক রোশান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি সেসময় বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। সেই সাফল্যের সূত্র ধরে এবার এই ছবির সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। খবর ফিল্মফেয়ারের।
জানা গেছে, হৃত্বিক রোশন ইতোমধ্যে ছবির সিক্যুয়ালে অভিনয় করতে রাজি হয়েছেন। পরিচালক কথা বলেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে; যিনি প্রথম কিস্তির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। সিক্যুয়াল ছবির নাম রাখা হয়েছে ‘ব্যাং ব্যাং রিলোডেড’। যদিও কবে নাগাদ ছবির শুটিং শুরু হবে, সেবিষয়য়ে কোনো তথ্য জানা যায়নি!
হৃত্বিক রোশনকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল দুই বছর আগে ‘কাবিল’ ছবিতে। এরপর তাকে আর কোনো ছবি নিয়ে বড় পর্দায় হাজির হতে দেখা যায়নি। তবে তার হাতে রয়েছে বেশকিছু চলচ্চিত্র। যেগুলো কাজ চলছে দ্রুত গতিতে। এরমধ্যে একটি বায়োপিক ছবি ‘সুপার থার্টি’, অন্যটির নাম এখনো ঠিক হয়নি।
এদিকে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে তিনি জুটি বেঁধেছেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে। আগামী জুন মাসের ৪ তারিখে ছবিটি মুক্তি পাবে।