এভিয়েশন নিউজ: ঢাকা থেকে অনেক জেলায় সাধারণ বাসে যেতেও সাড়ে তিনশত টাকার ভাড়ায় যাওয়া সম্ভব হয় না। আর এসি বাসে তো এক হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত গুনতে হয়। সেখানে বিমানে তো কল্পনাই করা যায় না। আর এবার না কি বিমানে ভ্রমণ করা যাবে মাত্র ৩৩৯ টাকায়!
বিস্ময়কর হলেও সত্যি। ভারতের এয়ার এশিয়া ইন্ডিয়া নামের একটি বিমান সংস্থার বিমানে ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ে যেতে লাগবে করসহ ৩৩৯ টাকা। আগামী ১২ জুন থেকে বিমানের এ ফ্লাইট শুরু হবে। ইতোমধ্যে গত শুক্রবার থেকেই টিকিটের বুকিং দেওয়া শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোর থেকে গোয়া যেতে লাগবে করসহ ৯৯০ টাকা। আর ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যেতে খরচ করতে হবে মাত্র ৪৯০ টাকা।
মালয়েশিয়ার এয়ার এশিয়ার সঙ্গে যৌথভাবে গঠিত হয়েছে এয়ার এশিয়া ইন্ডিয়া। এই বিমান সংস্থাটি পরিচালনা করবেন টাটার পুত্র এবং অরুণ ভাটিয়ার ব্যবসা প্রতিষ্ঠান তেলেস্তারা ট্রেডপ্লেস। এর লাইসেন্স পেতেও ৯ মাস সময় লেগেছে।
বিমান সংস্থাটির কর্মকর্তা চান্দিলা জানিয়েছেন, আমাদের লক্ষ্য প্রত্যেক ভারতীয় যেন উড়তে পারে। চলতি বছরের শেষ দিকে আরো দশটি শহরে সংস্থাটি তাদের কার্যক্রম চালু হবে বলে জানান তিনি। আর এর অগ্রগতি হলে বিশ্বের তথা ভারতের বিমান ভাড়ায় এক যুগান্তকারী বিপ্লব ঘটবে বলেই মনে করা হচ্ছে।