ক্যাসিনো ব্যবসায়ী পালাতে গিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা

ক্যাসিনো ব্যবসায়ী পালাতে গিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা।
ক্যাসিনো ব্যবসায়ী ও বিসিবির পরিচালক লোকমান হোসেনের অন্যতম সহযোগী সেলিম প্রধান বিমানবন্দরে আটক হয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমান থেকে তাকে নামিয়ে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সে বিমানের বিসনেস ক্লাস থেকে সেলিমকে আটক করা হয়। সেলিম আওয়ামী লীগ নেতা। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। গ্রেপ্তার হওয়া বিসিবি পরিচালক লোকামান হোসেন ভূঁইয়ার সহযোগী তিনি। সেলিম প্রধান ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

লোকমানের ক্যাসিনো ব্যবসা দেখভাল এবং টাকা তুলে লোকমানের কাছে দিয়ে আসতেন তিনি। মোহামেডান ক্লাবে তারও আধিপত্য ছিল। লোকমানের ভয়ে কেউ কথা বলতো না। তিনিও বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বলে গোয়েন্দা তথ্য আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.