এভিয়েশন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রয়কেন্দ্রে সিঙ্গাপুরগামী একজন নারী যাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত এক বিমানকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনায় অভিযুক্ত বিমানকর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিমানের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মাদ শামসুল করিম কালের কণ্ঠকে জানান, অভিযুক্ত বিমানকর্মী হাফিজুর রহমানকে গতকাল বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার রুবি হক নামে সিঙ্গাপুরগামী এক যাত্রীকে তিনি চেয়ার ছুড়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় টিকিট বিক্রয়কেন্দ্রের প্রধান নিরাপত্তা প্রহরী এবং কাউন্টার ইনচার্জ দুটি পৃথক তদন্ত প্রতিবেদন বিমানের সদর দপ্তরে পাঠিয়েছেন।
এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ পরবর্তী বিভাগীয় পদক্ষেপ নেবে। মহাব্যবস্থাপক বলেন, ‘ঘটনার সময় আমি বিমানের কুর্মিটোলার সদর দপ্তরে অবস্থান করছিলাম। ওই ঘটনার পরপরই অভিযুক্ত বিমানকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনে আরো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খুবই দুঃখজনক। এর সঙ্গে বিমানের ব্যবসায়িক সুনামও জড়িত।’
অভিযোগে প্রকাশ, পুলিশের সাবেক ডিআইজি মকবুল হোসেনের কন্যা রুবি হক সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানে টিকিট বুকিং করেছিলেন। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি টিকিট বিক্রয়কেন্দ্রে টিকিট কনফার্ম করতে যান। এ সময় ১৮ নম্বর কাউন্টার থেকে তাঁকে জানানো হয়, সিঙ্গাপুরের কোনো টিকিট নেই।
তিনি কাউন্টারের জুনিয়র কমার্শিয়াল অফিসার কবীর হোসেনকে জরুরি প্রয়োজনের কথা জানিয়ে অনুরোধ করেন। দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করে একই অনুরোধ আবারও জানান তিনি। এ সময় কবির হোসেন টিকিট কনফার্মেশনের জন্য পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করলে রুবি হক চিৎকার করে এর প্রতিবাদ জানান।
সে সময় কয়েকজন বিমান কর্মচারী তাঁকে ঘেরাও করেন। কবিরের আরেক সহকর্মী হাফিজুর চেয়ার ছুড়ে তাঁকে আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ অভিযুক্ত কবির ও হাফিজকে আটক করে। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে। রুবি হক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।