বেবিচকে দুই চেয়ারম্যান!

civilবেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এখন দুই জন। গত ৭ দিনেও বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী তার পদে যোগদান করতে পারেননি। ৩ দিন ধরে সিভিল এভিয়েশনে গিয়েও তিনি চেয়ারম্যানের কক্ষে সোফায় বসে সময় কাটাচ্ছেন। তাকে এখনো চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেয়া হয়নি। বেবিচক সুত্রে জানাগেছে সোমবারও এয়ার ভাইস মার্শাল সানাউল হক চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফাইলে স্বাক্ষর করেছেন। এমনকি যুক্তরাজ্যের নিরাপত্তা কোম্পানী রেডলাইন এভিয়েশন সিকিউরিটির সঙ্গে চুক্তিকাকালীণ সময়েও তিনি চেয়ারম্যান হিসাবে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এসময় বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৩ মার্চ এয়ার ভাইস মার্শাল সানাউল হককে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়। প্রজ্ঞাপনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয় এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীকে। পাশাপাশি ওই পদে থাকা এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে নিজ বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।
সম্প্রতি ঢাকা থেকে বিমানের সরাসরি লন্ডনের কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। অভিযোগ আছে সানাউল হক যোগদানের পর থেকে দেশের সব গুলো বিমান বন্দরের সব ধরনের উন্নয়ন কর্মকান্ডের গতি কমে যায়। যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্যের এভিয়েশন গোয়েন্দা দল শাহজালালের নিরাপত্তা নিয়ে বেশি কিছু সুপারিশ করলেও এ ব্যাপারে তিনি দীর্ঘদিন কোন অ্যাকশন নেননি। এক পর্যায়ে অস্ট্রেলিয়া ঢাকা থেকে বিমানে কার্গো নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরও তিনি বিষয়টি আমলে না নিয়ে চুপচাপ বসে ছিলেন। এক পর্যায়ে যুক্তরাজ্যও ঢাকা থেকে বিমানে সরাসরি কার্গো পন্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতেও সিভিল এভিয়েশন কোন বড় ধরনের পদক্ষেপ নেয়নি। অস্ট্রেলিয়ার মতো যুক্তরাজ্য শাহজালাল বিমান বন্দরে অপর্যাপ্ত নিরাপত্তা ও জনবলের অভাবের জন্য সিভিল এভিয়েশনের গাফিলতি ও অবহেলাকে দায়ী করে। এ প্রেক্ষাপটে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হলো। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পর যদি সিভিল এভিয়েশন ত্বড়িত ব্যবস্থা নিতেন তাহলে এখন ৭৪ কোটি টাকা ব্যায় করে যুক্তরাজ্যের কোন কোম্পানীকে শাহজালালে নিয়োগ দেয়া লাগতো না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.