এভিয়েশন খাতে, মধ্যপ্রাচ্যকে বিশ্বজুড়ে যাত্রী পরিবহনের সংযোগ কেন্দ্র বা ট্রানজিট হাব হিসাবে ধরা হয়। পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের ভ্রমণকারী যাত্রীদের জন্য এই গন্তব্য আদর্শ। ইতিহাদ, আমিরাত এবং কাতার এয়ারওয়েজ সকলেই মূলত নির্ভর করে এসব কানেংটিং ফ্লাইটের যাত্রীদের উপর।
তবে ওমান এয়ার এক্ষেত্রে একধাপ এগিয়ে যাত্রীদের চূড়ান্ত গন্তব্যের সেবা দেয়ার কথা ভাবছে যার অংশ হিসেবে তারা ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালু করার ছক আঁকছে।
ওমানের রাষ্ট্রীয় এই বিমানসংস্থাটি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম চালুর ঘোষণা দিলে তা বিজনেস ইনসাইডারে প্রকাশিত হয়। ২০২১ বা ২০২২ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে পরিকল্পনা করছে বলে জানিয়েছে ওমান এয়ার।
মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সেবা চালু পরিকল্পনাটি নতুন নয়। বিজনেস ইনসাইডার জানায়, যে ওমানের পতাকাবাহী এই ক্যারিয়ারটি প্রথম ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালুর ব্যাপারে ভেবেছিল। পরিকল্পনা থাকলেও ২০১৯ সালের আগ তারা ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের ফ্লাইট চালুর অনুমতি পায়নি।
তবে, এখন যেহেতু তারা অনুমতি পেয়েছে, সেহেতু ধীরে ধীরে তাদের পরিকল্পনাগুলি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। গেল বছরের শেষ নাগাদ তারা এয়ার ইতালির সাথে একটি কোডশেয়ার চুক্তি করে। এর মাধ্যমে তারা কোডশেয়ারে এয়ার ইতালির মিলান থেকে নিউইয়র্ক এবং মিয়ামি রুটের ফ্লাইটে যাত্রীদের কাছে টিকেট বিক্রয় করতে পারবে।