পুলিশি ব্যারিকেডে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

BNP-Raly120160326122547 (1)কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজধানীতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে জাতীয়বাদী দল বিএনপি। তবে র্যালির সামনে ও শেষভাগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিকেল সোয়া ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়র সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র‌্যালির উদ্বোধন করেন।

পরে মালিবাগ মোড় থেকে ঘুরে আবারো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল বজলুল করিম চৌধুরী আবেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

র‌্যালিতে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সুসজ্জিত পিকআপ ভ্যান, রং-বেরংয়ের বেলুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক-আরাফাত রহমান কোকোর ছবি সম্বলিত প্ল্যাকার্ড-ব্যানার-ফেস্টুন লাল-সবুজ রঙয়ের পোশাকে দলের নারী নেতাকর্মীরা র্যালির অগ্রভাগে সরব উপস্থিতি ছিলেন।

কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের ছবি সম্বলিত ব্যানারও বহন করেন অনেকে। এ সময় নেতাকর্মীরা বাদক দলের বাজনার তালে তালে রাজপথে আনন্দে মেতে ওঠেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.