নাচবেন সানি-শাহরুখ

441653-srkleone1458986626কানাডিয়ান পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। বর্তমানে বলিউডের কিং খানের সঙ্গে শুটিং করছেন এই অভিনেত্রী। রইস সিনেমার একটি গানে আইটেম ডান্স করবেন সানি লিওন। এতেই দেখা যাবে সানি-শাহরুখকে। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ শিরোনামের এই গানে রিমেকে ডান্স করবেন সানি লিওন। আটের দশকে চার্টবাস্টারে থাকা গানটিতে কণ্ঠ দিয়েছেন ফিরোজ খান ও জিনাত আমান। মেহেবুব স্টুডিও-এ এই গানের দৃশ্য ধারনের জন্য বিশেষ সেট বানানো হয়েছে।

সেটটি পুরনো দিনের বারের আদলে তৈরি হয়েছে। এখানেই নাচবেন সানি-শাহরুখ। প্রথম দিনের শুটিং হয়েছে। এখানে টানা চারদিন চলবে দৃশ্যধারনের কাজ। শুধু সানি নয়, এতে প্রায় ৫০ জন জুনিয়র আর্টিস্ট ও ২০ জন ডান্সারকেও দেখা যাবে।
রইস সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে খুব উচ্ছ্বসিত সানি লিওন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জীবনের প্রথম শুটিং যেখানে, নিজেক চিমটি কেটে দেখেছি- এটা স্বপ্ন না বাস্তব। আর প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা দারুন।’

এই সিনেমায় শাহরুখ ছাড়াও আরো অভিনয় করছেন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান প্রমুখ। এক্সেল এন্টারটেইনমেন্ট ও শাহরুখের নিজের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.