অনৈতিক কারণে সাজা হলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে : ডেপুটি স্পিকার

fajlepic_121654ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি বলেছেন, অনৈতিক কারণে সাজা হলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে। তাছাড়া কোন সংসদ সদস্যের যদি দুই বছরের বেশী সাজা হয় তাহলেও তার সদস্য পদ বাতিল হতে পারে।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আদালত অবমাননার দায়ে দণ্ডিত হওয়ায় তাদের সংসদ সদস্য পদ থাকবে কি না, সে প্রসঙ্গে ডেপুটি স্পিকার একটি বেসরকারি টেলিভিশনকে এসব কথা বলেন।

তবে আদালত অবমাননার অভিযোগে দুই মন্ত্রীর দণ্ডিত হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলেছেন ডেপুটি স্পিকার।

আদালত অবমাননা মামলায় দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে আজ সকালে দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা না দিলে ৭ দিনের কারাদণ্ডাদেশও দেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.