১২ আগস্ট আন্দোলনে যাচ্ছেন বিমান কর্মীরা!

Biman-Bangladesh-Movementএভিয়েশন নিউজ: আবারও আন্দোলনে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারীরা। ইতিপূর্বে দেয়া ১৪ দফা দাবি পূরণ না হওয়ায় তারা এ আন্দোলন করবেন। এর আগে গত বছর একই দাবিতে আন্দোলন করেছিল কর্মচারীরা। দাবি আদায়ে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছেন শ্রমিক সংগঠন বিমান শ্রমিকলীগ (সিবিএ)।

সূত্র জানায়, এসব দাবি নিয়ে আগামী ১০ আগস্ট বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করবেন বিমান পরিচালনা বোর্ড। ওই বৈঠকে সমাধান না হলে আগামী ১২ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেডকোয়ার্টার্স বলাকায় ধর্মঘট পালন করবেন কর্মচারীরা।

সিবিএ’র দাবিগুলো হলো- আধুনিক ও বাস্তবসম্মত অর্গানোগ্রাম তৈরি করে তা বাস্তবায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ, আহার ভাতা প্রদান ও ক্যান্টিন চালু, ইউনিফর্ম কোড অনুযায়ী ইউনিফর্ম প্রদান অথবা বর্তমান বাজার মূল্য অনুযায়ী সমপরিমাণ অর্থ প্রদান, আগের মতো শতভাগ ফ্রি চিকিৎসা সেবা, অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করা, সকল জি-নাম্বারধারী কর্মচারীদের স্থায়ীকরণ।

বিএফসিসি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও ৬টি দাবি রয়েছে সিবিএ’র। এগুলো হলো বিএফসিসি শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল গঠন, বিমানের ন্যায় পরিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান, বন্ধ হওয়া অবসরকালীন গ্রাচ্যুইটি চালু, গোষ্ঠী বীমা চালু, প্যাকেজ সুবিধা প্রদান ও বিএফসিসিতে বিমানের মতো ছুটির নীতিমালা বাস্তবায়ন করা।

এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত মহার্ঘ ভাতা গত বছরের ১লা জুলাই থেকে কার্যকরের দাবি জানিয়েছে সিবিএ। বিমান শ্রমিকলীগ (সিবিএ) সভাপতি মো. মশিকুর রহমান জানান, কাঙ্ক্ষিত সেবা প্রদানে দাবিগুলো বাস্তবায়ন করা জরুরি। শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করা ছাড়া এ শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব নয় বলে তিনি জানান।

প্রয়োজনীয় লোকবল এবং সরঞ্জামের অভাবে এখানে কাঙ্ক্ষিত সেবা দেয়া যাচ্ছে না বলেও তিনি স্বীকার করেন। তিনি জানান, ২০০৭ সালে স্বেচ্ছায় ১৮০০ শ্রমিক অবসর নেয়ার পর জনবলে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। বর্তমান তাদের সে জায়গা পূরণ করতে কমপক্ষে ১০০০ লোকবল নিয়োগ করা জরুরি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.