আরবাজ-মালাইকার ব্রেকআপ পার্টি!

Arbaz_Malaika1459407810কিছুদিন আগেই এক বিবৃতিতে নিজেদের ছাড়াছাড়ির খবরটি নিশ্চিত করেছেন আরবাজ খান এবং মালাইকা আরোরা। তবে ছাড়াছাড়ির বিষয়টি তাদের জীবনে সম্ভবত কোনো প্রভাব ফেলছে না। কারণ ছাড়াছাড়ির ঘোষণার দুই দিন না যেতেই পার্টি করতে দেখা গেছে তাদের।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন মালাইকার বোন অমৃতা আরোরা। ছবিতে দেখা গেছে মালাইকা এবং আরবাজ তাদের পরিবারের সদস্য অমৃতা, শাকিল (অমৃতার স্বামী), সোহেল খান এবং সীমা (সোহেলের স্ত্রী) সঙ্গে মিলে পার্টি করছেন।

প্রথমে ছবির ক্যাপশন হিসেবে অমৃতা লিখেছিলেন, ‘ভাঙা পরিবার বলতে কিছু নেই। পরিবার সব সময়ই পরিবার।’ কিন্তু আশ্চর্যজনকভাবে পরবর্তীতে ক্যাপশনটি পরিবর্তন করে তিনি লেখেন, ‘ভালো সময়’

ছবিটি প্রকাশের পর থেকেই সবার মনে প্রশ্ন, তবে কী এটি আরবাজ-মালাইকার ব্রেকআপ পার্টি ছিল?

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.