মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা দেবে হাইকমিশন

করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণায় গৃহবন্দি হয়ে পড়েছে জনগণ। এই অবস্থায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এ জন্য প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে মালয়েশিয়া সরকার ঘোষিত মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে যেসব প্রবাসী বাংলাদেশি নাগরিক খাদ্য সংকটে আছেন তাদের নিচের লিংকে দেওয়া ফরম পূরণ করে হাইকমিশনে জানানোর জন্য অনুরোধ করা হলো। লিঙ্ক https://corona.bdhckl.gov.bd । ফরম পূরণ করতে অসুবিধা হলে +৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১৩৬৩৩০১০৩, +৬০১১২৬৯৯১১৫০, +৬০১৭৬২৩২১৮৩, +৬০১৬৭৯০৭৪৩৪ এবং +৬০১২৪৩১৩১৫০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.