সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Hajj-Bimanএভিয়েশন নিউজ: সৌদি আরবে মাছুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ বুলেটিন সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে গত ১ আগস্ট তিনি মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাছুদা খাতুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি এ বছর এহসান এয়ার ট্রাভেলসের মাধ্যমে সৌদি আরব গেছেন। তার পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১।

এদিকে ২ আগস্ট মধ্যরাত পর্যন্ত হজের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চারটি ফ্লাইটে ১ হাজার ৪১৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ১২ হাজার ২৬২ জন হজযাত্রী।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন মোট ৯৮ হাজার ৬৮৩ জন। হজ ফ্লাইট শেষ হবে ৩০ সেপ্টেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.