১৫ বছর পর আফসানা মিমি

Afsana-mimi20160412172656দীর্ঘ ১৫ বছর পর আবার বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন অভিনেত্রী আফসানা মিমি। কেয়া লেমন ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। অমিতাভ রেজার নির্দেশনায় এতে তার সহশিল্পী অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

মিমি বললেন, ‘প্রস্তাবটা পেয়ে ভাবলাম অনেকদিন অভিনয় করা হয়নি, যদি গল্প ভালো লাগে তাহলে কাজটা করবো। শুধু গল্প নয়, সবকিছুই ভালো লাগলো। নির্মাতা, সহশিল্পী, আমার চরিত্র- সবই সুন্দর। সেলিম ভাইয়ের সঙ্গে পর্দায় আমার বোঝাপড়া সবসময়ই চমৎকার। আর অমিতাভ অনেক আদরের। ওর প্রথম কাজ ‘হাওয়াঘর’-এ অভিনয় করেছিলাম। বেশ নস্টালজিক মেজাজে ছিলাম শুটিংয়ের পুরো সময় জুড়ে।’

মিমি আরও বললেন, ‘কেয়া পরিবারের সবাই ভীষণ আন্তরিক। তাদের উৎসাহে প্রায় ১৫ বছর পর নতুনরূপে আমিও যেন ফিরে পেলাম নিজেকে। কেয়া লেমন ডিটারজেন্টের এই বিজ্ঞাপণচিত্রে কৃষিবিদ ধন্যবাদ জানান তার স্ত্রীকে। আমার ধন্যবাদ কেয়ার জন্য।’

১৯৯০ সালের ডিসেম্বরে প্রথমবার বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন মিমি। পণ্যটি ছিলো ফাইসন্সের পেপস লাল জেল টুথপেস্টের। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি।

তারপর কাজ করেছেন স্কয়ার টয়লেট্রিজের কয়েকটি বিজ্ঞাপনে। এগুলো হলো মেরিল সোপ, ফ্রেশজেল টুথপেস্ট ও মেরিল ট্যালকম পাউডার। এ ছাড়া ফিনলে চার বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। ২০০১ সালে বসুন্ধরা হাউজিংয়ের বিজ্ঞাপনে শেষবার মডেল হন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.