বিচার বহির্ভূত ও ব্লগার হত্যা বাংলাদেশের প্রধান মানবাধিকার সমস্যা: যুক্তরাষ্ট্র

us_123900বিচার বহির্ভূত হত্যা ও ব্লগার হত্যাকে বাংলাদেশের প্রধান মানবাধিকার সমস্যা বলে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৫ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এটি দেশটির ৪০তম বার্ষিক মানবাধিকার প্রতিবেদন।

প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, গুম, ব্লগার হত্যা, অনলাইন ও গণমাধ্যমের ওপর হস্তক্ষেপকে বাংলাদেশের প্রধান মানবাধিকার সঙ্কট হিসেবে চিহ্নিত করে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এতে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন ও হয়রানি, গণগ্রেফতার ও কারাবন্দিত্ব, বিচার বিভাগের সামর্থহীনতা ও অপর্যাপ্ত স্বাধীনতা, বিচার বহির্ভূত দীর্ঘ আটকাদেশ, কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকের ব্যক্তিগত অধিকার লঙ্ঘনকেও মানবাধিকার সঙ্কট হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বিশ্ব মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বব্যাপী যেসব দেশে স্বৈরশাসন রয়েছে সেসব দেশে ক্ষমতার জন্যে হুমকি যেকোনো শক্তিকে অবদমিত করতে নাগরিকদের নির্যাতন করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ২০১৫ সালে বিশ্বময় বাক স্বাধীনতা বন্ধের প্রয়াস বেড়েছে, সুস্থ রাজনৈতিক চর্চা কমেছে এবং শান্তিপূর্ণ পরিবর্তনের চেষ্টা সংকুচিত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.