উত্তপ্ত নিউ ইয়র্ক বিতর্কে হিলারি-স্যান্ডার্স

Clinton_Sandersনিউ ইয়র্কে আগামী মঙ্গলবারের প্রাইমারির আগে সর্বশেষ বিতর্কে ডেমক্র্যাটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও বের্নি স্যান্ডার্স তীব্র বাক্য বিনিময় করেছেন।

একে অন্যের প্রতি আক্রমণাত্মক বক্তব্য, বিদ্রূপাত্মক মন্তব্য ও সমালোচনায় উত্তপ্ত এ বিতর্ক সবার নজর কাড়ে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের পরষ্পরকে ব্যক্তিগতভাবে তীব্র আক্রমণ করতে দেখা গেলেও ডেমক্রেটিক প্রার্থীরা এতদিন একে অপরের প্রতি অতটা আক্রমণাত্মক ছিলেন না।

কিন্তু গত কয়েক দিনে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে ডেমক্রেটিক প্রার্থীরাও পরষ্পরকে তীব্র বাক্যবাণে জর্জরিত করছেন।

বিতর্কে স্যান্ডার্স বলেন, “সেক্রেটারি ক্লিন্টনের কি প্রেসিডেন্ট হওয়ার মত বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা আছে? অবশ্যই তার আছে। কিন্তু আমি তার রায় নিয়ে প্রশ্ন তুলছি।”

ওয়াল স্ট্রিটের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপণ এবং ইরাক যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ায় হিলারির সমালোচনা করেন স্যান্ডার্স।

জাবাবে হিলারি বলেন, “সমস্যা খুঁজে বের করা খুব সহজ। সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা অন্য জিনিস।”

নিউ ইয়র্ক ডেইলি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রস্তাবিত নীতি কিভাবে বাস্তবায়ন করবেন সে বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ হয়েছিলেন স্যান্ডার্স।

বৃহস্পতিবারের বিতর্কে ওয়াল স্ট্রিট ব্যাংক, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও সর্বনিম্ন বেতন নিয়েও হিরালি ও স্যান্ডার্সের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

শুরুতে হিলারির চাইতে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও সর্বশেষ আটটি রাজ্যের প্রাইমারির সাতটিতেই জিতেছেন স্যান্ডার্স।

যদিও মনোনয়ন দৌড়ে এখনও হিলারিই এগিয়ে আছেন। কারণ, ডেলিগেটদের ভোটে এখনও তিনি বেশখানিকটা এগিয়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস, দৌড়ে নিজের অবস্থান টেকসই করতে হিলারির শক্ত ঘাঁটি নিউ ইয়র্কের প্রাইমারিতে জয় স্যান্ডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সিনেটে নিউ ইয়র্কের প্রতিনিধিত্ব করেছেন হিলারি। মতামত জরিপে, মঙ্গলবারের প্রাইমারিতে তিনিই এগিয়ে আছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.