দেশে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আসছে

Mapple-Mobileতাওহিদুল মাওলা, সিনিয়র রিপোর্টার, এভিয়েশন নিউজ: বাংলাদেশে প্রথমবারের মতো ৩০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন আনছে দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড ম্যাপল মোবাইল। চলতি মাস থেকেই দীর্ঘস্থায়ী ব্যাটারী ব্যাকআপের গ্লোরি এম৪ মডেলের স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।

এছাড়া ব্যাটারি ব্যাকআপের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটির সবগুলো কাস্টমার সার্ভিস সেন্টারে ব্যাটারির পাওয়ার টেস্টিং ডিভাইস থাকবে। গ্রাহকরা চাইলে তাদের হ্যান্ডসেটের ব্যাটারির প্রকৃত মিলিঅ্যাম্পিয়ার পরখ করে দেখতে পারবেন।

গ্লোরি এম৪ মডেলের এই স্মার্টফোনটিতে থাকবে ৫.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনে আরও থাকবে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, উন্নতি প্রযুক্তির সেন্সর এবং ওটিজি ব্যবহারের সুবিধা।

গ্লোরি এম৪ হ্যান্ডসেটটি থ্রিজি, ইডিজিই, জিপিআরএস, ডাব্লিউএপি, ওয়্যারলেস ট্রান্সমিশন, এইচএসইউপিএ ও এইচএসপিএ+ নেটওয়ার্ক সাপোর্ট করে। হ্যান্ডসেটটির ওজন মাত্র ১৬৬ গ্রাম। ক্রেতাদের হাতে অপেক্ষাকৃত স্বল্পমূল্যে মানসম্পন্ন স্মার্টফোন তুলে দেওয়ার প্রয়াসে ৩০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোন গ্লোরি এম৪ ১১৯৫০ টাকায় পাওয়া যাবে।

এ ব্যাপারে ম্যাপল মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব আলম বলেন, দেশে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনের চাহিদা বাড়লেও স্বল্প মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নিয়ে অনেক অভিযোগ পাওয়া যায়। তাই আমরা স্মার্টফোনের দীর্ঘস্থায়ী ব্যাটারির ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।

– তাওহিদুল মাওলা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.