ওয়াইয়োমিংয়ে জিতে ব্যবধান কমালেন ক্রুজ

cruz1460888805ওয়াইয়োমিং রাজ্য কনভেনশনে জিতে প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেলিগেটের (প্রতিনিধি সমর্থন) হিসাবে ব্যবধান কমালেন রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজ।

ওয়াইয়োমিং রাজ্য কনভেনশনে ওই রাজ্যের ১৪ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। এ রাজ্যে প্রাইমারি বা ককাসের মতো ভোট হয়নি। দলীয় ভোটারা ১৪ জন প্রতিনিধি বেছে নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প ওয়াইয়োমিংয়ে নির্বাচনী প্রচার করেননি। এ রাজ্যের ১৪ প্রতিনিধির সমর্থন বাদেই এখনো এগিয়ে আছেন তিনি। ট্রাম্প মনোযোগ দিচ্ছেন নিউ ইয়র্কের প্রাইমারিতে। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রাইমারিতে বাজিমাত করতে চান তিনি। নিউ ইয়র্ক তার নিজের রাজ্য। যদি নিউ ইয়র্কে জিতে যান তিনি তাহলে হয়তো মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধির কাছাকাছি পৌঁছে যাবেন ট্রাম্প।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প হয়তো প্রয়োজনীয় ডেলিগেট পাবেন না। ক্রুজের বেলায়ও তাই হবে। আর তৃতীয় মনোনয়নপ্রত্যাশী জন কাসিচ অনেক পেছনে আছেন। তার সম্ভাবনা একেবারে নেই বলা যায়। যদি কোনো মনোনয়নপ্রত্যাশী প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধি না পান, তবে জাতীয় কনভেশনে পছন্দের প্রার্থীকে উন্মুক্তভাবে ভোট দিতে পারবেন প্রতিনিধিরা। যদি তাই হয়, তবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বড় একটি অংশ ট্রাম্পের ঘোর বিরোধিতা করছেন। তারা সরাসরি ক্রুজের পক্ষে প্রচার চালাচ্ছেন। এতে করে ক্রুজের জয়ধারা অব্যাহত রয়েছে।

এদিকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পরপর কয়েকটি প্রাইমারি ও ককাসে জিতেও হিলারির চেয়ে বেশ পেছনে আছেন।

এক নজরে দেখে নেওয়া যাক কোন প্রার্থীর প্রতিনিধি কত-
রিপাবলিকান পার্টি (মনোনয়নের জন্য প্রয়োজন ১২৩৭)
প্রার্থী ডেলিগেট প্রয়োজন
ট্রাম্প ৭৪৩ ৪৯৪
ক্রুজ ৫৪৫ ৬৯২
কাসিচ ১৪৩ ১০৯৪

ডেমোক্র্যাটিক পার্টি (মনোনয়নের জন্য প্রয়োজন ২৩৮৩)
প্রার্থী ডেলিগেট সুপার ডেলিগেট মোট ডেলিগেট প্রয়োজন
হিলারি ১২৮৯ ৪৬৯ ১৭৫৮ ৬২৫
স্যান্ডার্স ১০৩৮ ৩১ ১০৬৯ ১৩১৪

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.