যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১

gun-attackযুক্তরাষ্ট্রে এক ফুটবল খেলোয়াড়ের গুলিতে ১২ বছর বয়সী এক কিশোর নিহত। রোববার পুলিশ একথা জানিয়েছে। ঐ কিশোরের ১২ বছর বয়সী তুতোভাইয়ের সম্মানে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর তিনি নিহত হন। শনিবার টেনেসির নক্সভিলে ফুটবলার জাজুয়ান হাবার্ট ল্যাথামের মাথায় গুলি করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে নিহত জায়েভিশন ডবসন (১৫) এর সম্মানে একটি সেলিব্রিটি বাস্কেটবল ম্যাচে অংশ নেয়ার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। ডবসন বন্ধুদের বন্দুকের গুলি থেকে বাঁচানোর জন নিজে তাদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। হাইস্কুলের খেলোয়াড় ডবসনের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইটারে লিখেছিলেন, জায়েভিওন ডবসন তার তিন বন্ধুকে বন্দুক হামলা থেকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি ১৫ বছর বয়সী একজন বীর। নক্সভিলের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাথামের মাথায় গুলি করা হলে তার বাবা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকরা তাকে বাঁচাতে পারেনি। ল্যাথাম তার বাবার গাড়ির পেছনের আসনে বসা ছিল। পার্কিং লটে বেশ কিছু সংখ্যক মানুষের মধ্যে বন্দুকযুদ্ধের মাঝে পড়ে তিনি নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.