নিউ ইয়র্কে ভোট যুদ্ধ : হিলারি-ট্রাম্পের অগ্নিপরীক্ষা

hilary1461085017যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে নিউ ইয়র্কে শুরু হয়েছে মহারণ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে প্রাইমারি শুরু হয়েছে। চলবে রাত ৯টা পর্যন্ত।

নিউ ইয়র্কের প্রাইমারি ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির সব প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ। এরমধ্যে হিলারি ক্লিনটন নিউ ইয়র্কের বাসিন্দা। তিনি এ রাজ্য থেকে দুইবার নির্বাচিত সিনেটর। ২০০৮ সালে এ রাজ্যে প্রাইমারিতে বারাক ওবামাকে হারিয়েছিলেন হিলারি। এবার তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের চেয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।

নিউ ইয়র্কে বড় ব্যবধানে জয় পেলে হিলারির মনোনয়ন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু বার্নি স্যান্ডার্সের জন্ম এ রাজ্যে। তিনিও মরিয়া হয়ে নির্বাচনী প্রচার করেছেন। আগাম জরিপে হিলারির দিকে জয়ের পাল্লা ভারি থাকলেও কোনো কোনো নির্বাচন বিশ্লেষক মনে করছেন, অঘটন ঘটিয়ে ফেলতে পারেন স্যান্ডার্স। কারণ গত কয়েকটি প্রাইমারি ও ককাসে স্যান্ডার্স টানা জয় পেয়েছেন। এ ছাড়া গত কয়েক সপ্তাহে স্যান্ডার্সের জনপ্রিয়তা বেড়েছে।

এদিকে রিপাবলিকান দলের এগিয়ে থাকা মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের প্রভাবশালী ধনকুবের। তিনি জয়ের জন্য ব্যাপক প্রচার চালিয়েছেন। কিন্তু এ রাজ্যে জয়ের জন্য তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের পাশে দাঁড়িয়েছেন দলের শীর্ষ নেতারা। ফলে নিজ রাজ্যে হারের আশঙ্কা রয়েছে ট্রাম্পের।

নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি রয়েছে ২৯১ জন। ভোটপ্রাপ্তির শতকরা হারে প্রতিনিধি ভাগ হয়ে যাবে। আর রিপাবলিকান দলের প্রতিনিধি আছে ৯৫ জন। বিজয়ী প্রার্থী সব প্রতিনিধির সমর্থন পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.