কিমের স্বাস্থ্য নিয়ে কিছু সন্দেহজনক তথ্য এসেছে জাপানের কাছে?

কিছুদিন আগে বিশ্বজুড়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শারীরিক অবস্থার খবর নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে দাবি উঠেছিল, তিনি প্রয়াত।

১ মে সকল জল্পনায় জল ঢেলে অজ্ঞাতবাস কাটিয়ে জনসমক্ষে এসেছিলেন কিম। তারপর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে শোরগোল ফেলেছেন তিনি।

আর ঠিক এমন সময় জাপান কিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্যের ইঙ্গিত দিল। যা সামনে আসতেই হইচই পড়েছে সর্বত্র।

বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষানমন্ত্রী টারা কোনো বলেন, ‘ওর স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য এসেছে।’

জাপানি মন্ত্রীর মতে, কিমের শরীর মোটেই ভালো যাচ্ছে না। তবে ঠিক কী ঘটেছে, তা নিয়ে স্পষ্ট জানাতে চাননি ওই রাজনীতিক।

দ্য সান-এর মতে, কিম করোনাভাইরাসেও আক্রান্ত হয়ে থাকতে পারেন। যদিও কিম জং উনকে সাম্প্রতিক কোথাও মাস্ক পরে দেখা যায়নি ।

সাংবাদিকরা তাঁকে এই বিষয়ে স্পষ্ট তথ্য জানাতে অনুরোধ করলে জাপানের মন্ত্রী বলেন, ‘আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না।’

তবে আমেরিকা, জাপান ও অন্য দেশগুলো যে কিম জং উন সম্পর্কে তথ্য আদান প্রদান করে থাকে, তা স্বীকার করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.