যুক্তরাষ্ট্র চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করল

মার্কিন যুক্তরাষ্ট্র হংকংয়ের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার অভিযোগে,  চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করেছে।

চীন ভুল হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের নেওয়া এ সিদ্ধান্তকে। এ সিদ্ধান্ত তাদের তুলে নেওয়া উচিত।

গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির সাবেক ও বর্তমান নেতাদের জন্য ভিসা বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।’ খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হংকংয়ের স্বায়ত্ত্বশাসন ক্ষমতা কমানোর জন্য বেইজিংয়ের প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’

আগামীকাল রোববার থেকে চীনের জাতীয় কমিটির সভা শুরু হবে। চীনা পার্লামেন্টে অনুষ্ঠিত সভার একদিন আগেই এমন সিদ্ধান্ত এলো।

সম্প্রতি চীন বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের এক রূপরেখা প্রকাশ করেছে।

সমালোচকরা বলছেন, এ আইনের ফলে হংকংবাসীকে মূল ভূমি চীনের সমালোচনা করলে শাস্তির আওতায় পড়তে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.