আগামী ৬ জুলাই ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (২৯ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৬ জুলাই ইতালির রোমে অ্যাডিশনাল চার্টার্ড ফ্লাইট বিজি ৪১৬৫/০৬ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগ্রহী যাত্রীরা ১ জুলাই পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন।
২৭৪ আসনের উড়োজাহাজে ২৫৪টি ইকোনমি ক্লাস ও ২০টি বিজনেস ক্লাস রয়েছে।
ইকোনমি ক্লাসে টিকিট মূল্য ৯২ হাজার ৩০ টাকা ও বিজনেস ক্লাসে টিকিট মূল্য ১ লাখ ১৯ হাজার ৯৮২ টাকা।
রেজিস্ট্রেশন ও ভ্রমণের যাবতীয় তথ্য www.biman-airlines.com এ পাওয়া যাবে।