আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রাখবে ভারত। সে দেশের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়। তবে ডিজিসিএ অনুমোদন প্রাপ্ত কার্গো বা অন্যান্য বিমানের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না।
করোনা মহামারী শুরুর পর গত মার্চ থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছিল ভারত। তবে ২৫ মে থেকে অভ্যন্তরণীয় ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়। এছাড়া ‘বন্দে মাতরম’ মিশনের অন্তর্গত ফ্লাইট পরিচালনা সেবা চালু থাকবে। এই পরিষেবার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।
ভারতের বেসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং গত সপ্তাহে বলেছিলেন, মহামারীর ভয়াবহতা কাটলে জুলাইয়ে চালু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি, মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় আবারো এই সিদ্ধান্ত নেযা হয়।
প্রকাশ : বাণিকবার্তা, ২৯ জুন ২০২০