ভারতের ৮ কিলোমিটার ভেতরে এবার চীনা প্রতীক আঁকা হল!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি বলে সাফ জানিয়ে দিলেও স্যাটেলাইট ইমেজ বলছে ভিন্ন কথা।

গত ২৮ জুনের একটি স্যালেটাইট ইমেজে দেখা যাচ্ছে চীনা সেনারা শুধু ভারতীয় ভূখণ্ডে প্রবেশই করেননি, সেখানে বিশাল চীনা প্রতীকও এঁকেছে।

আজ মঙ্গলবার কোর কমান্ডার পর্যায়ের পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েনকে ঘিরে উত্তেজনা কমাতে বৈঠকে বসেছে ভারত চীন। নতুন উপগ্রহ চিত্র তার মধ্যেই উদ্বেগ বাড়াল নয়াদিল্লির।

নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়েছে প্যাংগং লেকের ফিঙ্গার ৪ এবং ফিঙ্গার ৫ এর মধ্যে অন্তত ৮১ মিটার লম্বা ও ২৫ মিটার দীর্ঘ এলাকায় চীনা হরফে লেখা এবং প্রতীকচিহ্ন আঁকা হয়েছে। আরও দেখা গিয়েছে, শুধু প্যাংগং লেকের ধার বরাবর নয়, আরও অন্তত ৮ কিলোমিটার ভারতের দিকে ঢুকে ঘাঁটি গেড়েছে চীনা বাহিনী। গড়ে তোলা হয়েছে ১৮৬টি ছোট বড় অস্থায়ী তাঁবু ও কুঁড়েঘর। ফিঙ্গার ৫ এর কাছে একটি নজরদারি বিমানও দেখা গিয়েছে বলে উপগ্রহ চিত্র ব্যাখ্যা করে একটি সূত্রে দাবি করা হয়েছে।

মে মাসের গোড়ার দিকে প্যাংগং লেক বরাবর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রচুর সেনা মোতায়েন করে চীন। ভারতও সেনা সমাবেশ ও রসদ মজুত করে।  সেই সময়ের পর থেকেই ফিঙ্গার ৪ এর পর আর ভারতীয় সেনাকে এগোতে দেওয়া হচ্ছে না। ফিঙ্গার ৮ পর্যন্ত ভারতীয় বাহিনীকে যেতেই দেওয়া হচ্ছে না। টহলদারিও বন্ধ।

বর্তমানে ওই ফিঙ্গার ৪-ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। আরো তাৎপর্যপূর্ণ যে, ফিঙ্গার ৪ পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চীনের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ)। তবে ফিঙ্গার ১ এবং ফিঙ্গার ২ পর্যন্ত চীনা বাহিনীর অগ্রসর হওয়ার কোনো প্রমাণ মেলেনি।

সূত্র- আনন্দবাজার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.